সম্প্রতি Google নিজেদের পেমেন্ট অ্যাপ্লিকেশন Google Pay কে একেবারে নতুন করে তৈরি করেছে। Google জানিয়েছে, এই নতুন আপডেটের পরে Google Pay ব্যবহারকারীরা খুব সহজে নিজেদের টাকা বাঁচাতে পারবেন। সাথেই, ব্যবহারকারীরা নিজেদের খরচের ওপর নজর রাখতে পারবেন খুব সহজে। তবে আপাতত শুধুমাত্র আমেরিকার ব্যবহারকারীদের জন্য এই আপডেট আনা হচ্ছে। খুব শীঘ্রই ভারতের Google Pay ব্যবহারকারীদের জন্যও এই আপডেট চলে আসবে।
Google Pay এর নতুন ইন্টারফেসে আপনারা এবার থেকে শুধুমাত্র ট্রানজাকশন এর ডিটেল না, আপনার প্রতিদিনের খরচ আপনি চেক করতে পারবেন। নতুন অ্যাপ্লিকেশনে আপনি ডিজিটাল পেমেন্ট এর সাথে মেসেজিং টুল পেয়ে যাবেন। এই নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারী দেখতে পারবেন, কে সবথেকে বেশি ট্রানজাকশন করেন। পাশাপাশি, যদি আপনি কোন কন্টাক্ট এর উপর ক্লিক করেন তাহলে, তার সাথে করা সমস্ত পুরনো ট্রানজাকশন এর তথ্য আপনি দেখতে পেয়ে যাবেন।
তবে এর সব থেকে বড় আপডেট হতে চলেছে এটি এবার থেকে আপনার বেকার খরচ কমাতে সাহায্য করবে। Google Pay তে এবার থেকে আপনারা একটি গ্রুপ চ্যাট ফিচার পাবেন। এর মাধ্যমে আপনি একটি গ্রুপে কন্ট্রিবিউশন করতে পারবেন। সাথে দেখতে পারবেন, কে ট্রানজাকশন করেছে এবং কে করেনি। এছাড়াও আসছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ, আপনি এবার নিজের কার্ড অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কানেক্ট করে এক ক্লিকে নিজের সমস্ত খরচ এর হিসাব দেখতে পারবেন। মাসে মাসে আপনার কত খরচ হচ্ছে তা আপনি দেখতে পাবেন এবার থেকে এই অ্যাপ্লিকেশনে। যদি আপনার অনলাইন শপিং অথবা ডিনার পার্টি জাতীয় জায়গাতে খরচ বেশি হয়ে যায় তাহলে Google আপনাকে আগে থেকে সর্তকতা পাঠাতে শুরু করবে। এই সর্তকতা আপনাকে খরচ নিয়ন্ত্রণে সাহায্য করবে।
এছাড়াও গুগল একটি নতুন ফিচার এর উপর কাজ করছে যাতে যদি আপনি কখনো ভুল মানুষের কাছে টাকা পাঠিয়ে দেন তাহলে আপনাকে Google Pay সতর্কতা জানাবে। এছাড়াও নতুন প্রাইভেসি কন্ট্রোল ফিচার কাস্টমাইজ করার অপশন আপনি পাচ্ছেন। Google Pay এর দাবি, তাদের তরফ থেকে কোনো থার্ড পার্টি এর সাথে আপনার ডাটা শেয়ার করা হয় না।