পশ্চিমবঙ্গের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা এবারে করোনাভাইরাস এর জন্য বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত। পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ সকলেরই মুখ ভার। এবছর কোন প্যান্ডেলে সেরকম আড়ম্বর থাকবে না। কিন্তু, পুজো পাগল বাঙালি পুজো দেখতে পাবেনা, এ কীকরে হতে পারে। তাই এবছর, দুর্গা পুজো ভার্চুয়াল ভাবে দেখানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গে। পুজো প্যান্ডেলে লাইন দিয়ে ঠাকুর দেখার পরিবর্তে এবছর বাড়িতে বসে মোবাইল ফোনে লাইভ স্ট্রিমিং এ ঠাকুর দেখা অনেক বেশি সুরক্ষিত।
ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ এখনো আকাশ ছোঁয়া। তাই দুর্গা পুজোতে করোনা ভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়তে পারে। এই কারণে, ভার্চুয়াল ভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত করার পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের। বড় পুজো প্যান্ডেলের উদ্যোক্তারা ও এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত। তাদের প্যান্ডেলের লোকের ঢল নামলে করোনা সংক্রমনের আশংকা বেড়ে যাবে। এই কারণে বহু বড় পুজো প্যান্ডেল সেলফোন এবং ল্যাপটপের মাধ্যমে পুজো দেখানোর পরিকল্পনা গ্রহণ করেছে। কলকাতার যশোর রোড লাগোয়া অন্যতম বড় পুজো কমিটি দমদম পার্ক তরুণ দল এবছর কোন দর্শনার্থীকে তাদের প্যান্ডেলে ঢোকার অনুমতি দেবে না।
পরিবর্তে তারা তাদের প্যান্ডেলের বাইরে বড় জায়েন্ট স্ক্রিন সেট করে সেখানে তাদের পুজো প্রদর্শন করবে। পাশাপাশি তারা ছোটখাটো গাড়িতে এলইডি স্ক্রিন লাগিয়ে সেখানেও তাদের পূজা লাইভ স্ট্রিম করবে।
শুধু দমদম পার্ক তরুণ দল নয়, সল্টলেকের এফ ডি ব্লক তাদের দুর্গাপুজো ফেসবুকের মাধ্যমে লাইভ স্ট্রিম করবে। সল্টলেক এফ ডি ব্লকের ফেসবুক পেজে গিয়ে আপনারা তাদের পুজো দেখতে পারবেন বাড়ি বসে। এছাড়াও তারা জায়েন্ট স্ক্রিন সেট করবে তাদের পুজোর মাঠে। তারাও বিভিন্ন গাড়িতে এলইডি স্ক্রিন লাগিয়ে তাদের পুজো লাইভ স্ট্রিমিং করবে।
বেলেঘাটা ৩৩ পল্লী দুর্গা পূজা কমিটি এবারে সোশ্যাল মিডিয়াতে তাদের দুর্গাপূজা লাইভ স্ট্রিম করার পরিকল্পনা নিয়েছে। শুধুমাত্র দুর্গা ঠাকুর দেখা নয়, আপনারা বাড়িতে বসে পুজোর অঞ্জলীও দিতে পারবেন। দমদম তরুণ দল দূর্গা পূজা কমিটির বরিষ্ঠ সদস্য বিশ্বজিৎ প্রসাদ বলছেন,” বাড়িতে থেকে কাজ করার মতোই এবারে আপনারা বাড়িতে থেকে দুর্গাপূজা উপভোগ করতে পারবেন। আপনারা ভালোভাবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে মাতৃমূর্তি দর্শন করতে পারবেন এবং অঞ্জলি দিতে পারবেন। ”
অন্যান্য কিছু দূর্গা পূজা কমিটি এবারে ভার্চুয়াল ভাবে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে। দর্শনার্থীরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যা আপনারা বাড়িতে বসে ফেসবুকে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন।