আপনিও জিমেইল ব্যবহার করেন আশা করছি। কিন্তু আপনি কি জানেন প্রতিমাসে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করা অত্যন্ত প্রয়োজন। কমা, আপার কেস, লোয়ার কেস, বিভিন্ন সংখ্যা দিয়ে নিজের জিমেইল পাসওয়ার্ড তৈরি করুন। প্রতি মাসে এই পাসওয়ার্ড পরিবর্তন করুন নাহলে আপনার জিমেইল যে কোন মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে। আর আগের পাসওয়ার্ড এর সঙ্গে যেন পরের পাসওয়ার্ড এর কোন মিল না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। কিন্তু আপনারা অনেকেই জানেন না কিভাবে জিমেইল এর পাসওয়ার্ড পাল্টাতে হয়। আসুন জেনে নেওয়া যাক কিভাবে ফোনে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করবেন।
প্রথমে জিমেইলে অ্যাপ্লিকেশন খুলুন এবং সেটিংসে গিয়ে মেইল আইডি প্রেস করুন। তারপর ট্যাপ করুন ম্যারেজ ইউর গুগল একাউন্ট অপশনে। এরপর পৌঁছে যান সিকিউরিটি সেকশনে।
সেখানে গিয়ে সাইন ইন টু গুগল অপশন এ যান এবং পাসওয়ার্ড অপশনে ট্যাপ করুন। এরপর আপনাকে সাইন ইন করতে বলা হবে। সাইন ইন করুন।
সাইন ইন করার পরে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে জানানো হবে। আপনার নতুন পাসওয়ার্ড দিন। তারপর সেই পাসওয়ার্ড সেভ করুন।
মনে রাখবেন যদি এই ডিভাইস ছাড়া অন্য কোন ডিভাইস থেকে আপনার জিমেইলে আপনি লগইন করে রাখেন, তাহলে সেখান থেকেও কিন্তু লগ আউট হয়ে যাবে ন আপনি। আপনাকে পুনরায় নতুন পাসওয়ার্ড এন্টার করে লগইন করতে হবে।