শুধুমাত্র কিউআর কোডের মাধ্যমে যেকোনো কন্টাক্ট যোগ করতে পারবেন এবার আপনার হোয়াটসঅ্যাপে। এতদিন পর্যন্ত এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন এ কোন কন্টাক্ট যুক্ত করতে হলে আপনাকে প্রথমে সেই নম্বর সেভ করতে হতো। কিন্তু এইবার এ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ্লিকেশনে খুব সহজে কিউআর কোড স্ক্যান করে এবং ক্রিয়েট করে নতুন নম্বর যুক্ত করতে পারবেন আপনারা নিজের হোয়াটসঅ্যাপে। চলুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পদ্ধতিটা জেনে নেওয়া যাক।
১) প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ খুলে ডান দিকের ওপর এ তিনটি ডট এ ক্লিক করতে হবে।
২) তারপর আপনাকে সেটিংস অপশনে ট্যাপ করতে হবে।
৩) সেটিংস মেনুতে গিয়ে আপনার নামের ডানপাশে কিউআর কোড পাবেন।
৪) এখানে আপনি মাই কোড এবং স্ক্যান কোড অপশন পাবেন।
৫) আপনি কিউআর কোড স্ক্যানার ওপেন করুন এবং দ্বিতীয় কোনো ব্যবহারকারীর কিউআর কোড স্ক্যান করুন।
৬) একবার কিউআর কোড স্ক্যান করা হয়ে গেলে, আপনার হোয়াটসঅ্যাপে ওই ব্যক্তি যুক্ত হয়ে যাবে।
৭) এবারে যদি আপনার কাছে কোডের স্ক্রিনশট থাকে, তাহলেও আপনি গ্যালারি আইকনে ট্যাপ করে যে কোন কোড সিলেক্ট করতে পারেন।