এতদিন ধরে ভারতের একমাত্র দেশীয় মেসেজিং অ্যাপ্লিকেশন ছিল Hike মেসেঞ্জার। তবে এবারে এই মেসেজিং অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবার পথে। কোম্পানির সিইও কেভিন ভারতী মিত্তল টুইট করে জানিয়েছেন আগামী জানুয়ারি মাসে হাইক মেসেঞ্জার এবং সেই জায়গায় আসতে চলেছে আরও দুটি নতুন অ্যাপ্লিকেশন Vibe এবং Rush।
তবে যারা Hike এতদিন ব্যবহার করতেন তাদের চিন্তার কোন কারণ নেই। তারা নিজেদের ডেটা ডাউনলোড করতে পারবেন। অপরদিকে, আসতে চলেছে নতুন দুটি অ্যাপ্লিকেশন এতেও আপনারা হাইকের ইমোজি ব্যবহার করতে পারবেন। জানিয়ে রাখি, Vibe একটি কমিউনিটি মেসেজিং অ্যাপ্লিকেশন প্লাটফর্ম। এই প্লাটফর্মে আপনারা জয়েন হওয়ার জন্য আবেদন জানাতে পারেন। কোম্পানির সিইও জানিয়েছেন, ইতিমধ্যেই এই মেসেঞ্জারে জয়েন হওয়ার জন্য ১ লক্ষের বেশি অ্যাপ্লিকেশন চলে এসেছে কোম্পানির কাছে।
অন্যদিকে, Rush একটি ছোটখাটো গেমের আঁতুড়ঘর হতে চলেছে। এখানে আপনারা খুবই সহজে লুডো, কেরামের মতো ছোটখাটো গেম খেলতে পারবেন বন্ধুদের সাথে। ইতিমধ্যেই আপল অ্যাপ স্টরে এই অ্যাপ্লিকেশন চলে এসেছে। এবারে আর কিছুদিনের মধ্যে গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশন লঞ্চ করে দেওয়া হবে। কোম্পানির সিইও দুঃখের সুরে জানিয়েছেন, ভারতের আর কোন নিজস্ব ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম রইল না। গ্লোবাল নেটওয়ার্ক এর প্রভাব অনেকটাই বেশি।
২০১৯ সালের এপ্রিল মাসে লঞ্চ করা হয়েছিল Hike Sticker Chat। এই অ্যাপ্লিকেশন খুব স্বল্প সময়ের মধ্যে বেস্ট দারুণ জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছিল। তবে তার মধ্যেই এবারে বন্ধ হয়ে যেতে চলেছে Hike। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি আসার পরেই ঘোষণা হল Hike বন্ধ হয়ে যাবার। আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে সকলকে একসেপ্ট করতে হবে হোয়াটসঅ্যাপে প্রাইভেসি পলিসি। না হলে ডিলিট করে দেওয়া হবে একাউন্ট। এই সংক্রান্ত বিতর্কের মাঝেই ভারতের দেশী মেসেজিং প্লাটফর্ম Hike এর বন্ধ হয়ে যাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।