বুধবার গুগল পে সরাসরি জানিয়ে দিল যে এবার থেকে Google Pay তে টাকা পাঠাতে গেলে ভারতে ব্যবহারকারীদের কোন অতিরিক্ত চার্জ দিতে হবে না। কিছুদিন আগে তারা জানিয়েছিল, এবার থেকে Google Pay অ্যাপ্লিকেশনে টাকা পাঠানোর জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে। কিন্তু ভারতের বাজারে সেই চার্জ লাগু হবে না, বরং সেই চার্জ সম্পূর্ণরূপে আনা হয়েছে আমেরিকার বাজারের জন্য।
ভারতের জন্য গুগল পে এখনো ফ্রি থাকতে চলেছে। বর্তমানে নেট দুনিয়াতে অত্যন্ত ভাইরাল হয়ে গিয়েছে গুগল পে অ্যাপ্লিকেশনের এই চার্জ এর খবর। এই ভাইরাল হয়ে যাবে খবরের সত্যতা সম্পূর্ণরূপে জানিয়ে দেওয়ার জন্য গুগল পে বুধবার এই ঘোষণা করেছে। তবে আমেরিকার বাজারের জন্য এই চার্জ দিতে হবে। জানিয়ে রাখি, খবর অনুযায়ী ২০২১ থেকে গুগোল ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম গুগল পে থেকে পিয়ার টু পিয়ার পেমেন্ট সার্ভিস বন্ধ করে দিতে চলেছে। বরং এই সার্ভিস কোম্পানি ইনস্ট্যান্ট মানিট্রান্সফার পেমেন্ট এর সঙ্গে জুড়বে। তবে তার জন্য ব্যবহারকারীদের চার্জ দিতে হবে।
গুগল একটি সাপোর্ট পেইজে স্পষ্ট ভাবে লিখে দিয়েছে, সাধারণ Google Pay অ্যাপ্লিকেশন জানুয়ারি থেকে আমেরিকাতে কাজ করা বন্ধ করে দেবে। তবে ভারতে এর কোনো প্রভাব পড়বে না। আমেরিকার গ্রাহকরা এবার থেকে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হলে তাদেরকে ১.৫% অথবা ০.৩১ ডলার ( যেটি বেশি হবে ) সেটি পেমেন্ট করতে হবে।