কয়েকদিন আগে একটি ঘোষণার মাধ্যমে গুগল জানিয়েছিল যে আগামী ২০২১ থেকে ফ্রী ফটো ক্লাউড স্টোরেজ বন্ধ করে দিতে চলেছে এই কোম্পানিটি। এবারে যদি আপনার ক্লাউড স্টোরেজ প্রয়োজন হয় তাহলে আপনাকে খরচ করতে হবে টাকা। এতদিন পর্যন্ত গুগল ফটোজ স্টোরেজে আপনারা বিনামূল্যে ক্লাউড সার্ভিস ব্যবহার করতে পারতেন। তবে এবার থেকে আপনাকে তার জন্য খরচ করতে হবে অনেকটা টাকা। আপনি সর্বাধিক পাবেন ১৫ জিবি অবধি স্টোরিজ বিনামূল্যে। কিন্তু তারপরে যদি আপনার স্টোরেজ প্রয়োজন হয় তাহলে আপনাকে টাকা খসাতে হবে। তবে আপনাকে কিছুটা সুবিধা দেওয়ার জন্য Google One এর হায়ার টায়ার প্ল্যানে ৫০% ডিসকাউন্ট এর ঘোষণা করেছে এই কোম্পানি। তবে জানিয়ে রাখি, ১০, ২০ এবং ৩০ TB এর স্টোরেজ অপশনে আপনারা এই ডিসকাউন্ট পাবেন। তবে শুধুমাত্র আমেরিকার ব্যবহারকারীদের জন্য বর্তমানে এই অফার চালু করা হয়েছে। পরবর্তীকালে ভারতীয় কাস্টমারদের জন্য এটি চালু করা হবে।
বর্তমানে, ১০ TB Google One স্টোরেজ এর দাম ছিল ৪৯.৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩,৭০০ টাকা। তবে আগে, এই দাম ছিল ৯৯.৯৯ ডলার বা ভারতীয় মুদ্রা ৭,৩০০ টাকা। পাশাপাশি ২০ এবং ৩০ TB স্টোরেজ অপশন এর দামও একইভাবে কমেছে। তবে লোয়ার টায়ার অর্থাৎ কম স্পেস যুক্ত প্ল্যানের দাম পরিবর্তিত হচ্ছে না। এক্সট্রা স্টোরেজ ছাড়াও সমস্ত হায়ার টায়ার প্ল্যানের সঙ্গে আপনারা বিনামূল্যে ভিপিএন পরিষেবা পাবেন। এক্ষেত্রে Google স্টোর এর মাধ্যমে কোন হার্ডওয়ার কিনলে আপনারা অতিরিক্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন।
উল্লেখ্য, আগের মত এবছর Google One এর সাবস্ক্রিপশন এর মূল্য কিন্তু একই আছে। কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল আগামী বছর থেকে বিনামূল্যে ফটো ক্লাউড স্টোরেজ বন্ধ হতে চলেছে। তারপর থেকেই গুগল ওয়ান প্ল্যানের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। এখানে আপনারা বিভিন্ন প্ল্যান পেয়ে যাবেন যেখানে প্রতি মাসে মাত্র ১৩০ টাকা খরচ করে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ আপনি পেতে পারেন। এছাড়াও রয়েছে আরও বেশকিছু স্টোরেজ অপশন।