করোনাভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে মার্চ মাস থেকে দেশজুড়ে চলছে লকডাউন।এখন আনলক প্রক্রিয়া চালু হলেও অনেকেই বাড়িতেই সময় কাটাচ্ছে। কলেজ কি অফিস সবই বাড়ি থেকে হয়ে যাচ্ছে এখন মানুষের। কিন্তু টানা এতদিন বাড়িতে নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতে অনেকেই তিতিবিরক্ত হয়ে গেছে। তাই একঘেয়ে সংসারিক জীবন থেকে নিস্তার পেতে মানুষ সময় যাপন করছে সোশ্যাল মিডিয়ায়। লকডাউনে বিভিন্ন মোবাইল অ্যাপ জনপ্রিয়তা পেয়েছে। এবার সম্প্রতি একটি অ্যাপ সবার নজরে এসেছে যা পরকীয়া প্রেম করতে সাহায্য করবে।
শুনলে অবাক লাগবে কিন্তু পরকীয়া প্রেম করার জন্য এখন পাওয়া যাচ্ছে অ্যাপ। এই ডেটিং অ্যাপটির নাম গ্লেডেন। এটি অনেকটা জনপ্রিয় Tinder অ্যাপের মত কাজ করে। এই অ্যাপের মাধ্যমে আপনি বিশ্বের যেকোনো প্রান্তের নতুন বন্ধু বানাতে পারবেন। তাদের সাথে চ্যাট করে কথা বলতে পারবেন। তাতে সে বিবাহিত হোক কি অবিবাহিত তাতে সমস্যা হবে না। এছাড়াও অ্যাপে আছে একাধিক রোমান্টিক ফিচারস।
বর্তমানে প্যানডেমিক পরিস্থিতিতে মানুষ ঘরবন্দি হওয়ার পর থেকে ডেটিং অ্যাপ এর ব্যবহার অনেকটাই বেড়েছে। মানুষ তার নিঃসঙ্গ জীবন কাটাতে নিজেদের মুঠোফোনে এইসব অ্যাপ ডাউনলোড করছে। ইতিমধ্যেই ভারতের বাজারে গ্লেডেনের ব্যবহারিক হু হু করে বাড়ছে। এখনই ভারতে ১৩ লক্ষের বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করে। তবে এই অ্যাপ বেশিরভাগ ব্যবহার করে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও কলকাতার মত বড় শহরের মানুষেরা।