সোমবার নীতি আয়োগ ঘোষণা করেছে ভারতীয় ই-কমার্স জায়েন্ট ফ্লিপকার্ট এর সঙ্গে তারা একটি চুক্তি করতে চলেছে। এই চুক্তিতে ফ্লিপকার্টের একটি নতুন ভার্সন আসবে যাতে ভারতের মহিলা ব্যবসায়ীরা প্রাধান্য পাবেন। নীতি আয়োগ এর সিইও অমিতাভ কান্ত জানিয়েছেন, অষ্টম গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিটে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। এই প্লাটফর্ম এর মাধ্যমে ভারতের মহিলা ব্যবসায়ীদের উন্নতি সাধন করা সম্ভব হবে। ভারতের বিভিন্ন অংশ থেকে মহিলাদের একত্র করে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান দেওয়া সম্ভব হবে এই নতুন প্রজেক্ট এর মাধ্যমে।
বর্তমানে দুটি অরগানাইজেশন তাদের কমিউনিটি হোমপেজ এবং লগইন এক্সপেরিয়েন্স নতুন করে নিয়ে চলে এসেছে। এই নতুন প্রজেক্টে আরো সুন্দর লগইন ফরম আপনারা পেতে চলেছেন। গুগল এবং ফেসবুক থেকে আপনি এই লগইন ফরম অ্যাক্সেস করতে পারবেন। দুটি অরগানাইজেশন বর্তমানে নতুন কমিউনিটি পেজের উপরে কাজ করছে। অনেকগুলি স্থানীয় ভাষায় এই নতুন প্রজেক্ট কাজ করবে। এই প্রজেক্ট মহিলাদের তাদের অন্যান্য সহ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার সুযোগ দেবে। এছাড়াও তারা নিজের পছন্দসই ভাষাতে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
এখনো পর্যন্ত জানা গিয়েছে, এই কমিউনিটি পেজ একটি প্রশ্ন এবং উত্তর পোর্টালের মত তৈরী করা হয়েছে। এর মাধ্যমে যারা তথ্য জানতে চান এবং যারা তথ্য দিতে পারবেন সকলে যোগাযোগ রাখতে পারবেন একসাথে। এছাড়াও নতুন কমিউনিটি পেয়েছে আপনারা একটি অতিরিক্ত অপশন পাবেন যার মাধ্যমে মহিলাদের একটি মেন্টরশিপ দেওয়া হবে। এর মাধ্যমে তারা নিজেদের জ্ঞান আরো বেশি ছড়িয়ে দিতে পারবেন।
অন্যদিকে, যারা নতুন তথ্য জানতে আসছেন এবং যারা সেই তথ্য প্রদান করছেন তারা নিজেদেরকে ব্যাজ প্রদান করতে পারবেন। এর মাধ্যমে তারা বুঝতে পারবেন, কে কতটা ভালো ভাবে কাজ করলো। ফ্লিপকার্ট এর সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি জানিয়েছেন, মহিলা ব্যবসায়ীদের অগ্রগতির মাধ্যমে আমরা মহিলাদের দ্বারা চালিত ব্যবসা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা নীতি আয়োগ এর সঙ্গে যুক্ত হয়ে এই নতুন প্রজেক্ট শুরু করেছি। আমার আশা, ভবিষ্যতে এই প্রজেক্টে মহিলারা তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন।