বিশ্বের সবথেকে বড়ো মেসেজিং অ্যাপ WhatsApp বর্তমানে একটি বিশেষ ফিচারের উপরে কাজ চালাচ্ছে। এই ফিচার এসে গেলে এবার WhatsApp Web এও যুক্ত হয়ে যাবে ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন টেকনোলজি। এর ফলে আপনাদের চ্যাট হয়ে যাবে আরো সুরক্ষিত। এছাড়াও আপনার অনুমতি ছাড়া এবার থেকে আপনার WhatsApp Web আর কেউ ব্যবহার করতেই পারবেনা।
WABetaInfo এর একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে এই বিশেষ ফিচারটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এবং আগামী ২.২০.২০০.১০ বিটা সংস্করণে এই ফিচারটি চলে আসবে। আপনাদের জানিয়ে রাখি WhatsApp Web এর পরবর্তী আপডেটটি হতে চলেছে ২.২০.২০০.১০ আপডেট।
এই ফিচারের কারণে ব্যবহারকারীদের এবার থেকে WhatsApp Web ব্যবহারকারীদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হবে এই সার্ভিস ব্যবহার করতে। WhatsApp ব্যবহারকারীদের প্রাইভেসির উপরে জর দিয়েই এই টেকনোলজি নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে WhatsApp। যদি আপনাকে WhatsApp Web ব্যবহার করেন তাহলে আগে আপনাকে আপনার পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপে WhatsApp Web খুলতে হবে। তারপর আপনাকে নিজের ফোনের WhatsApp অ্যাকাউন্ট এর QR কোড স্ক্যান করতে হবে। হয়ে গেলে, তারপর আপনাকে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই সেশন শুরু করতে হবে।
আপনাদের জানিয়ে রাখি, WhatsApp কিছুদিন আগেই নিয়ে এসেছে একটি নতুন অ্যানিমেট করা স্টিকার প্যাক যার নাম, Usagyuuun। এখানে থাকছে একটি সাদা রঙের কার্টুন ক্যারেক্টার যা আপনাকে আনন্দ, উদ্বেগ, ভয়, প্রেম জাতীয় অনেক মনোভাব স্টিকারের মাধ্যমে তুলে ধরবে। এছাড়াও WhatsApp আনছে একটি নতুন ফিচার যার নাম Wallpaper Diming । এই ফিচারে আপনি নিজের পছন্দমত আপনার ব্যাকগ্রাউন্ড এর ছবির অপেসিটি কম বেশি করতে পারেন।