এখন কিন্তু ডাউনলোড করা সম্ভব নয় ভারত সরকারের করোনা অ্যাপ্লিকেশন Co-Win। তাই সতর্ক থাকুন, বেশকিছু জালিয়াত এই অ্যাপ্লিকেশনের নাম করে বিভিন্ন ফেক অ্যাপ্লিকেশন তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করছে। তবে তাদের মতলব কি এখনো তা কিন্তু স্পষ্ট হয়নি। কোন বড় চক্রান্ত করার পরিকল্পনা তাদের নিশ্চয়ই রয়েছে। বুধবার স্বাস্থ্যমন্ত্রীকে তরফ একটি টুইট করে জানানো হয়েছে, এই ধরনের বেআইনি অ্যাপ্লিকেশন কেউ যেন ব্যবহার না করেন। শুধুমাত্র অ্যাপস্টোরে এখন এই এপ্লিকেশন পাওয়া যাচ্ছে। আর কোথাও কিন্তু এই অ্যাপ নেই।
Some apps named "#CoWIN" apparently created by unscrupulous elements to sound similar to upcoming official platform of Government, are on Appstores.
DO NOT download or share personal information on these. #MoHFW Official platform will be adequately publicised on its launch.
— Ministry of Health (@MoHFW_INDIA) January 6, 2021
টুইট করা হয়েছে, এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। তাহলে কিন্তু আপনার জীবনে বিপদ ঘনিয়ে আসতে পারে। কিছুদিন পরে অফিশিয়াল ভাবে এই অ্যাপ্লিকেশন লঞ্চ করা হবে। সেই সময়ে পদ্ধতি মোতাবেক এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অন্য কোথাও থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে এখন সেটা হবে একদম ফেক অ্যাপ্লিকেশন।
এছাড়াও যদি এই ধরনের অ্যাপ্লিকেশনে আপনি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সাথে জালিয়াতি করার সুযোগ পেয়ে যাবে জালিয়াতচক্র। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী, আর কিছুদিনের মধ্যে আসল অ্যাপ্লিকেশন লঞ্চ করে দেওয়া হবে। এখানে আপনারা চারটি মডিউল পেয়ে যাবেন।সেখানে নির্দিষ্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করে সেলফ রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে।