প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার ফেসবুক এবং ইনস্টাগ্রাম। জানা গিয়েছে তার অ্যাকাউন্টে বেশকিছু প্ররোচনামূলক পোস্ট করেছিলেন ট্রাম্প এবং তার জন্যই তার সোশ্যাল মিডিয়ার প্রফাইল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর সাথে ট্রাম্প এর আগেও দ্বন্দ্বে জড়িয়েছেন। তবে আবার টুইটারের তরফে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি এরকম আপত্তিকর টুইট বন্ধ না করেন তাহলে আগামী দিনে তাকে আর একাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে না।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন জো বাইডেন। তার কয়েক ঘন্টা আগে থেকেই ওয়াশিংটন ডিসি উত্তাল হয়ে উঠেছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের এই সিদ্ধান্তে। মার্কিন কংগ্রেসের ক্যাপিটাল বিল্ডিং হামলা চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। নির্বাচনী ফলাফল নিয়ে প্রথম থেকেই কিন্তু সুর সপ্তমে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই মুহূর্তে তিনি আরও একটি বিতর্কিত টুইট করে বসেন।
যদিও, টুইট কিছুক্ষণের মধ্যেই সরিয়ে নেওয়া হয়। টুইটার ট্রাম্পকে হুঁশিয়ারি দেয়, ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন হামলার ঘটনার কথা মাথায় রেখে ট্রাম্পের টুইট সরিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের টুইট প্ররোচনামূলক ছিল।