জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক তাদের ব্যবহারকারীদের জন্য খুব শীঘ্রই মেসেঞ্জার অ্যাপে “ওয়াচ টুগেদার” ফিচার আনতে চলেছে। এই ফিচারের মাধ্যমে বিশ্বজুড়ে যেকোনো জায়গায় থাকা আপনার বন্ধু, পরিবার ও কাছের মানুষের সাথে একসাথে কোন টিভি শো বা ফেসবুক ভিডিও উপভোগ করার সুযোগ পাবেন। এই ফিচারটি মেসেঞ্জারে ভিডিও কল ও মেসেঞ্জার রুমের মাধ্যমে পাওয়া যাবে। কোম্পানি তরফে জানানো হয়েছে, তাদের এই নয়া ফিচার সেই সমস্ত মানুষের জন্য যারা তাদের প্রিয়জনের থেকে দূরে থাকে। তাদের একাকীত্ব দূর করতে ও সেই সাথে প্রিয়জনের সাথে একসাথে কোন ভিডিও উপভোগ করতে দেওয়ার উদ্দেশ্যেই এই “ওয়াচ টুগেদার” ফিচার।
চলতি বছরে ফেসবুক তাদের অ্যাপে নানা বিধ নতুন নতুন ফিচার যোগ করছে তাদের ব্যবহারকারীদের সুবিধার্থে। তারমধ্যে নতুন নাম লেখালো এই “ওয়াচ টুগেদার” ফিচার। কোম্পানি জানিয়েছে, একদিনের মধ্যে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে ১৫০ মিলিয়নের বেশি ভিডিও কল করা হয় ও ২০০ মিলিয়নের বেশি ভিডিও আদান প্রদান করা হয়। এরপর এই “ওয়াচ টুগেদার” ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের যতটা সম্ভব তাদের প্রিয়জনের সাথে সময় কাটানোর অনুভূতি দেওয়ার চেষ্টা করছে ফেসবুক। এই ফিচারের মাধ্যমে ফেসবুক ভিডিও, মুভি, ট্রেন্ডিং ভিডিও, স্পোর্টস হাইলাইট ইত্যাদি বন্ধু বা পরিবারের সাথে দেখা যাবে ও সেই সঙ্গে প্রতিক্রিয়াও দেখা যাবে।
ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীরা খুব সহজেই নয়া “ওয়াচ টুগেদার” ফিচারটি ব্যবহার করতে পারবে। প্রথমে মেসেঞ্জারে ভিডিও কল বা মেসেঞ্জার রুম তৈরি করতে হবে। তারপর সোয়াইপ আপ করে মেনু অপশন এ গিয়ে ওয়াচ টুগেদার অপশনটি সিলেক্ট করতে হবে। মেসেঞ্জারে ভিডিও কলে ফিচারটি ৮ জনের মধ্যে ও মেসেঞ্জার রুমে ফিচারটি ৫০ জনের মধ্যে কাজ করবে। ব্যবহারকারীরা তাদের ইচ্ছামত ক্যাটাগরি থেকে সিলেক্ট করে পছন্দসই ভিডিও চালাতে পারবে।
কোম্পানি জানিয়েছে চলতি সপ্তাহেই বিশ্বজুড়ে সমস্ত অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের মেসেঞ্জারে “ওয়াচ টুগেদার” ফিচারটি চলে আসবে। এই ফিচারটি ব্যবহার করার জন্য কোনরকম অতিরিক্ত খরচ করতে হবে না অর্থাৎ এটি সম্পূর্ণ বিনামূল্যে। প্রসঙ্গত, Disney+, Netflix, Amazon Prime Video ইত্যাদি অ্যাপগুলিও খুব শীঘ্রই বন্ধুদের সাথে একসাথে ভিডিও দেখার ফিচার আনতে চলেছে।