WhatsApp ব্যবহার করতে এবারে বারণ করছেন স্বয়ং টেসলা সিইও এলন মাস্ক। তার বদলে তিনি ব্যবহার করতে বলেছেন Signal অ্যাপ্লিকেশন। দুদিন আগে একটি বড়সড় ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবারে তারা নিজেদের প্রাইভেসি পলিসি একেবারে ঢেলে সাজিয়েছে। গ্রাহকদের এই পলিসি অক্ষরে অক্ষরে পালন করতে হবে না হলে কিন্তু তাদের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে। আর এই প্রাইভেসি পলিসি এর পরেই নতুন করে জল্পনা উস্কে দিয়েছেন এলন মাস্ক।
এলন মাস্ক জানিয়েছেন, আপনারা হোয়াটসঅ্যাপ এর পরিবর্তে একটি অন্য মেসেজিং প্লাটফর্ম ব্যবহার করুন। এটির নাম Signal। এই মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপের মতোই এনক্রিপশন ব্যবহার করে। সিগন্যাল মেসেজিং প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা হলেন ব্রায়ান অ্যাক্টন। তিনি কিন্তু হোয়াটসঅ্যাপে সহ প্রতিষ্ঠাতা ছিলেন।
ইলন মাস্কের এরকম একটি টুইট এর পরে অনেকেই হোয়াটসঅ্যাপ ছেড়ে Signal মেসেজিং অ্যাপ্লিকেশন রেজিস্টার করতে শুরু করে দিয়েছেন। একটা সময় ইউজারের এমন একটি ঝড় উঠতে শুরু করে যখন ব্যবহারকারীরা নিজেদের ভেরিফিকেশন কোড খুঁজে পাচ্ছিলেন না। বহু গ্রাহক একাউন্ট ক্রিয়েট করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তৎক্ষণাৎ কোম্পানির তরফ টুইট করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব গ্রাহকদের সমস্যা সমাধানের জন্য তারা কাজ করছেন।