ডিজিটাল ভারত গড়া কর্মসূচি শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। সেই সাথে নতুন সাবলীল ভারতবাসী বানাতে সরকারের নতুন ভাবনা আত্মনির্ভর ভারত কর্মসূচি। এবার আত্মনির্ভর ভারত কর্মসূচিকে জোর দিতে নীতি আয়োগ গত বৃহস্পতিবার নতুন ক্লাউড বেস ডাটা স্টোরেজ সিস্টেম ও ম্যানেজমেন্ট সার্ভিস Digiboxx লঞ্চ করল ভারতে। এই প্লাটফর্মে ভারতীয় গ্রাহকরা তাদের ডিজিটাল সম্পত্তি বা ছবি বা কোন ডকুমেন্ট সঞ্চয় করে রাখতে পারবে।
Digiboxx হল একটি ডাটা স্টোরেজ সিস্টেম ও ম্যানেজমেন্ট সার্ভিস যাতে আপনি আপনার প্রয়োজনীয় ডিজিটাল ডাটা যেমন কোন ছবি বা কোন দরকারই ডকুমেন্ট স্টোর করে রাখতে পারবেন। এই ক্লাউড বেস স্টোরেজ সিস্টেম নিতে গ্রাহকদের খরচ করতে হবে মাত্র মাসে ৩০ টাকা। এই মাসিক ৩০ টাকা খরচে আপনি ৫ টিবি স্টোরেজ স্পেস পেয়ে যাবেন যার মধ্যে আপনি সর্বাধিক ১০ জিবির ফাইল রাখতে পারবেন। এছাড়াও Digiboxx শুরুতে যারা অ্যাকাউন্ট বানাবে তাদেরকে বিনামূল্যে ২০ জিবি স্টোরেজ দেবে এবং তাতে সর্বাধিক ২ জিবির ফাইল রাখা যাবে। হিসাব করে দেখা গেলে, গ্রাহকদের খরচ হবে বছরে মাত্র ৩৬০ টাকা। এত কম মূল্যে এর আগে কোন সার্ভিস প্রোভাইডার ক্লাউড স্টোরেজ সিস্টেম দিতে পারেনা।
এছাড়াও SMBs গ্রাহকদের জন্য কোম্পানি মাসে ৯৯৯ টাকা নেবে এবং তার বিনিময় ৫০ টিবি স্টোরেজ স্পেস দেবে। এতে সর্বাধিক ১০ জিবির ফাইল আপলোড করা যাবে। এই সার্ভিস কমপক্ষে ৫০০ জন ব্যবহার করতে পারবে। হিসাব করে দেখা গেলে বছরে খরচ করতে হবে মাত্র ১১৯৮৮ টাকা। বর্তমানে এই Digiboxx ক্লাউড সার্ভিস ওয়েব ও এন্ড্রয়েডের জন্য উপলব্ধ। পরবর্তীকালে এই সার্ভিস আইওএস ব্যবহারকারীদের জন্য আসবে বলে জানিয়েছে কম্পানি।