বর্তমানে পৃথিবীতে প্রতিনিয়ত মানুষ বিজ্ঞানের উন্নতি করছে। গোটা বিশ্ব তথা দেশ ডিজিটাল হওয়ার চেষ্টা করছি। ভারতে “ডিজিটাল ইন্ডিয়া” প্রকল্প শুরু করে দিয়েছে সরকার। এবার ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে গ্রাহকদের পেমেন্ট করা হবে খুবই সহজে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক একটি অ্যাপ্লিকেশন চালু করেছে যার নাম DakPay। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাক বিভাগের গ্রাহকরা তাৎক্ষণিক টাকা পাঠাতে পারবে। এই পেমেন্ট অ্যাপকে ইউপিআই এর সাথে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা অর্থ গুগোল পে, ফোন পে ও অন্যান্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে লেনদেন করতে সক্ষম হবে।
ভারতীয় ডাক বিভাগের নতুন DakPay অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ডোমেস্টিক মানিট্রান্সফার, কিউআর কোড স্ক্যান ও ইউপিআইএর মাধ্যমে তাদের ডিজিটাল লেনদেন করতে পারবে। এই অ্যাপের মাধ্যমে আর গ্রাহকদের বাড়ি থেকে পোস্ট অফিস অব্দি যেতে হবে না। গ্রাহকরা বাড়ি থেকেই তাদের ব্যাঙ্কিং পরিষেবা সুবিধা নিতে পারবে। এছাড়া গ্রাহকেরা খুব সহজে কিউআর কোড স্ক্যান করে দোকানে টাকা মেটাতে পারবে।
এই DakPay অ্যাপ আপনি কি করে ব্যবহার করতে পারবেন তা জানতে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন। DakPay কি করে পাবেন তা দেখে নিন:
প্রথমত আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোর খুলুন। তারপর গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে DakPay নাম লিখে সার্চ করুন। তারপর আসবে “DakPay by IPTB”। সেটিকে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইনস্টল করে অ্যাপটি চালু করুন। অ্যাপটি চালু হলে আপনাকে আপনার পোস্ট অফিসে দেওয়া মোবাইল নাম্বার দিতে হবে। তারপর মোবাইল নাম্বার ভেরিফাই হলে আপনার নাম ইমেইল আইডি ও অন্যান্য তথ্য পূরণ করে একটি একাউন্ট বানাতে হবে। অ্যাকাউন্ট হয়ে গেলেই আপনি DakPay অ্যাপ ব্যবহার করতে পারবেন।