দেশজুড়ে ভারত সরকার চালু করেছিল কন্টাক্টলেস RuPay কার্ড ফেসিলিটি। এই কার্ডের মাধ্যমে আপনারা পাবলিক ট্রান্সপোর্ট থেকে শপিংমল সমস্ত জায়গায় সহজেই পেমেন্ট করতে পারতেন। তবে শুক্রবার, ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস একটি নতুন নিয়ম জারি করার মাধ্যমে কন্টাক্টলেস পেমেন্টের ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে এসেছেন। তিনি জানিয়েছেন নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে কন্টাক্টলেস কার্ডে পিন ছাড়া আপনারা সর্বাধিক ৫,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। এই নিয়ম আগামী ১ জানুয়ারি থেকে পুরো দেশে লাগু করা হবে। এতদিন পর্যন্ত কন্টাক্টলেস কার্ডে সর্বাধিক ২,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা যেত।
এই ধরনের কার্ড দেখতে অনেকটা স্মার্ট কার্ডের মত হয়। দিল্লি মেট্রো তে একটি বিশেষ ধরনের কার্ড হয় যেগুলি আপনি ব্যবহার করে রিচার্জ করাতে পারবেন। এছাড়াও এবার থেকে ন্যাশনাল কমন মবিলিটি কার্ড ফিচার আছে RuPay যা সাধারণ ওয়ালেট এর মত কাজ করবে।
এই টেকনোলজির মাধ্যমে আপনি কার্ড সোয়াইপ না করেও টাকা পেমেন্ট করতে পারেন। পয়েন্ট অফ সেল অর্থাৎ POS মেশিনে কার্ড ইনসার্ট করার সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যায়। যদিও এই ধরনের কার্ডের মাধ্যমে দুইভাবে পেমেন্ট করা যায়। একটি হল নিয়ার ফিল্ড কমিউনিকেশন এবং অপরটি হল রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এই দুটি উপায় কার্ড যদি আপনি মেশিন এর কাছাকাছি নিয়ে যান তাহলেই পেমেন্ট হয়ে যাবে।
মেশিন থেকে যদি আপনার কার্ড ২ থেকে ৫ সেন্টিমিটারের রেঞ্জে থাকে তাহলেই পেমেন্ট হবে। যদি এর থেকে বেশি দূরত্ব থাকে তাহলে পেমেন্ট করা সম্ভব নয়। একদিনে আপনারা সর্বাধিক ৫টি কন্টাক্টলেস ট্রানজেকশন করতে পারবেন। তবে এর থেকে বেশি যদি ট্রানজ্যাকশন করতে হয় তাহলে পিন দিতে হবে। এতদিন পর্যন্ত এই ধরনের পেমেন্টের সর্বাধিক অ্যামাউন্ট ছিল ২,০০০। তবে এবারে এই এমাউন্ট বর্ধিত হয়ে ৫,০০০ হয়ে গেছে।