বর্তমানে করোনাভাইরাস এর জন্য সকলেই চিন্তিত। দিন প্রতিদিন করোনার রোগী বেড়েই চলেছে। বর্তমানে করণা টেস্টের রিপোর্ট আসতে অনেক সময় লাগে। এরমধ্যে বিজ্ঞানীরা করোনাভাইরাস এর টেস্ট করার জন্য একটি বিশেষ টেকনিক নিয়ে এসেছেন। এর মাধ্যমে স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে আপনি মাত্র ৩০ মিনিটের কম সময়ের মধ্যে করোনা টেস্ট এর সঠিক রিপোর্ট পেয়ে যাবেন।
কিছুদিন আগে একটি রিপোর্টে আমরা এই ব্যাপারটি জানতে পেরেছি। নতুন টেস্টিং এর মাধ্যমে আপনি পজিটিভ না নেগেটিভ পরিণাম পেয়ে যাবেন। পাশাপাশি, আপনার ভাইরাল লোড অর্থাৎ কতটা করণাতে আক্রান্ত আপনি সেটিও আপনি জানতে পারবেন।
CRISPR টেস্টিং এ ভাইরাল আরএনএ কে ডিএনএতে পরিবর্তিত করতে হয়। এবং টেস্টিং করার আগে এই সম্পূর্ণ প্রসেস শেষ করতে হয় যার ফলে দেরি হয়। তবে নতুন ধরনের করোনাভাইরাস পরীক্ষাতে অন্য টেকনিক ব্যবহার করা হচ্ছে। এতে CRISPR টেস্টিং এর মাধ্যমে সরাসরি ভাইরাল আরএনএ টেস্ট করা হচ্ছে। আমেরিকার গ্লাডস্টোন ইনস্টিটিউট এর মুখপাত্র জেনিফার জানিয়েছেন,”আমরা CRISPR টেস্টিং পদ্ধতি নিয়ে অত্যন্ত উৎসাহিত কারণ এর মাধ্যমে খুব সহজে তাড়াতাড়ি টেস্টের রিপোর্ট পাওয়া যাচ্ছে।
এই ধরনের টেস্টিং সেই সমস্ত জায়গায় অত্যন্ত উপযোগী যেখানে খুব তাড়াতাড়ি রিপোর্ট প্রয়োজন পড়ে। এর মাধ্যমে করোনাভাইরাস এর সমস্ত ধরনের বাধা বিপত্তি কাটিয়ে ফেলা যাবে। এবং খুব সহজে টেস্টিং করা সম্ভব হবে। এই জিনোম এডিটিং আবিষ্কারের জন্য তিনি ২০২০ সালে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার জয় করেছিলেন। বিশেষজ্ঞরা দেখেছেন মাত্র ৫ মিনিটের মধ্যে এই টেস্টিং এর মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভ রিপোর্ট সামনে আসছে।