চিঙ্গারি ব্যবহারকারীরা এবার থেকে পাবেন জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম Hoichoi এর কনটেন্টের এক্সেস। হইচইয়ের এই সমস্ত কনটেন্টের ছোট ছোট ক্লিপ, ডায়লগ, স্নিপেট আপনারা পেয়ে যাবেন চিঙ্গারি অ্যাপ্লিকেশনে। জনপ্রিয় এই প্ল্যাটফর্মের সবথেকে নামকরা শো এবং আপকামিং সমস্ত শো এর ভিডিও ক্লিপ আপনাদের জন্য থাকছে।
কিছুদিন আগে Chingari হয়ে উঠেছে এমন একটি অ্যাপ্লিকেশন যার রয়েছে সব থেকে বেশি এনগেজমেন্ট টাইম। এই অ্যাপ্লিকেশনের এনগেজমেন্ট টাইম বর্তমানে প্রতিদিনের গড়ে ৫১ মিনিট। কোম্পানি জানিয়েছে, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এর থেকেও বেশি এনগেজমেন্ট টাইম এই প্ল্যাটফর্মের।
লঞ্চের সময় থেকেই বাংলা ভাষাতে শর্ট ভিডিও তৈরি করার অপশন দিয়েছিল চিঙ্গারি। HOICHOI বাংলা ওয়েব সিরিজ এর ক্ষেত্রে অন্যতম বড় একটি প্ল্যাটফর্ম। ফলে চিঙ্গারি পরিবারের ৩৮ মিলিয়ন সদস্যের ক্ষেত্রে হইচইয়ের কনটেন্ট একটি অন্যতম বড় আকর্ষণের কারণ হয়ে উঠতে পারে বলে ধারণা কোম্পানির।
নিজের প্লাটফর্মে কনটেন্টের সংখ্যা বাড়ানোর জন্য বর্তমানে চিঙ্গারি অনেক চেষ্টা করছে। কিছুদিন আগে ALT Balaji এর সাথে চিঙ্গারি একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি তারা লঞ্চ করে দিয়েছে Chingari Multiplex, একটি নতুন OTT প্ল্যাটফর্ম।