বুধবার ভারতের টিকটক রাইভাল অ্যাপ্লিকেশন Chingari ঘোষণা করে দিয়েছে যে তারা তাদের ব্যবহারকারীদের জন্য ইনফোটেইনমেন্ট কনটেন্ট নিয়ে আসতে চলেছে আর কিছুদিনের মধ্যে। এর জন্য তারা যুক্ত হয়েছে একটি স্টার্ট আপ কোম্পানি Dekko এর সাথে।
Dekko একটি প্রাথমিক পর্যায়ের স্টার্ট আপ কোম্পানি যা তাদের ব্যবহারকারীদের মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে খবর দেখায়। মূলত যারা ইংরেজি ভাষা বলেন না তাদের জন্য এই অ্যাপ্লিকেশান অত্যন্ত ভালো। এবারে এই স্টার্ট আপ কোম্পানির সঙ্গে যুক্ত হবার ফলে Chingari ভারতীয় ব্যবহারকারীদের জন্য ৩০ সেকেন্ডের ইনফোটেইনমেন্ট ভিডিও প্রোভাইড করবে। চিঙ্গারি ব্যবহারকারীদের জন্য আনবে অনেকগুলি ক্যাটেগরির বিভিন্ন ভিডিও কনটেন্ট। এর মধ্যে আছে রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, বিনোদন, তথ্যপ্রযুক্তি এবং লাইফস্টাইল। এছাড়াও বিভিন্ন ধরনের কনটেন্ট আপনারা দেখতে পাবেন।
তাদের ব্যবহারকারীদের সমস্ত দিক থেকে আপডেটেড রাখার জন্য Chingari এই নতুন অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন নিয়ে এসেছে। চিঙ্গারি অ্যাপ্লিকেশন এর সহ-প্রতিষ্ঠাতা সুমিত ঘোষ জানিয়েছেন, তাদের ব্যবহারকারীদের বিশ্বের সঙ্গে কানেক্টেড রাখার জন্য তারা এই স্টার্ট আপ কোম্পানি র সঙ্গে যুক্ত হয়েছে। নিজেদের কনটেন্ট ক্যাটালগ আরো বৃদ্ধি করার জন্য প্রায়শই Chingari অন্যান্য কোম্পানির সাথে যুক্ত হয়। সম্প্রতি তারা Thrace Music এর সাথে যুক্ত হয়ে গ্লোবাল মিউসিক কনটেন্ট তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে।