দুনিয়ার সবথেকে বড় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ফেসবুক সব সময় কিছু না কিছু সমস্যার মধ্যে জড়িয়ে থাকে। কখনো কখনো ডাটা লিক হয়ে যায় আবার কখনও কখনও রাজনীতিক পার্টি সাপোর্ট করার অভিযোগ ওঠে এর বিরুদ্ধে। সম্প্রতি নিউইয়র্ক রাজ্যের নেতৃত্বে আমেরিকার ৪০ এর বেশি রাজ্য একসাথে ফেসবুকের উপর কেস করতে চলেছে।
অবিশ্বাস উল্লংঘন এবং গোপনীয়তা সুরক্ষার জন্য এই কেস করা হচ্ছে। এই বছর, এরকম একটি টেকনোলজি কোম্পানির উপরে এটি দ্বিতীয় কেস। অক্টোবর মাসে জাস্টিস ডিপার্টমেন্ট গুগল এর উপরে কেস করেছিল। এবারে আমেরিকার ফেডারেল ট্রেড কমিশনের বৈঠকের পর বুধবার ফেসবুকের বিরুদ্ধে কেস করা হলো।
ফেসবুকের বিরুদ্ধে এরকম অভিযোগ আকছার উঠতে থাকে। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, এই কোম্পানি ছোটখাটো বিরোধী কোম্পানিকে অনেক বেশি দাম দিয়ে কিনে নেয়। ২০১২ সালে ইনস্টাগ্রাম এবং ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ কোম্পানিকে কিনে নিয়েছিল ফেসবুক। তারপর থেকেই ফেসবুকের উপরে এরকম অভিযোগ উঠতে থাকে।